বীর প্রসবিনী দেশ আমাদের ভারতবর্ষ নাম ,
ভূবনজোড়া নাম যে তাহার বিশ্বজোড়া মান ।
এই বাংলায় বাস করি মোরা যেথায় সোনার মাটি ,
সোনার চেয়েও খাঁটি সেযে আমার দেশের মাটি ।
শান্তি ,সাম্য ,মৈত্রীর দেশ ,আমার বাংলা দেশ ,
জীবনানন্দের রূপসী বাংলা ,রূপের তার নাইকো শেষ ।
কবিগুরুর সোনার বাংলা ,নজরুলের বাংলাদেশ ,
বিবেকানন্দ ,সুভাষ চন্দ্র , বঙ্কীম চন্দ্রের মহান  দেশ ।
যেখানে সবুজ ধানের ক্ষেত্রে দোয়েল কোয়েল আসে ,
সেথায় সোনালী  হরিৎ ক্ষেত্রে বুলবুল গায় শিষে ।
হেথায় জাত পাতের নেই ভেদাভেদ সবে মোরা ভাইভাই ,
সেথা একই মায়ের বুকে মোরা এক অন্ন জল খাই ।
বহু ভাষাভাষী দেশ আমাদের সোনার বাংলা নাম ,
ধর্মাধর্মের নেই ভেদাভেদ , নাইকো ধর্ম আন  ।
নেই নীতি ভেদ ,নেই ভেদাভেদ একই মা'র সন্তান ,
একই রঙের  রক্ত শিরায় বহিছে , প্রভেদ নয়তো আন ।
তবে কেন মোরা করি খুনোখুনি ,করি হানাহানি ,মসনদের জন্য ,
করে দলাদলি রক্ত ঝরাই ভাই ভাইয়ের ,  হয়ে উন্মত্ত বন্য ।
হিন্দু ,পারসিক বৌদ্ধ ,জৈন ,খৃষ্টান ,মুসলমান ,
একই বাংলায় জন্মেছি মোরা একজাতি এক প্রাণ ।
ভাইয়ের রুধিরে লাল হয়ে যায় বাংলার মাটি হায় ,
মা'যে আজকে  ভূলন্ঠিত , বড়ই যে অসহায় ।
ভাইয়ের রক্তে স্নান করে ভাই ,দেয় ধর্মের দোহাই ,
এটাই কি আজ রাজনীতি হয় ,এইকি ধর্মের লড়াই  ?
দেশের সেবা ,দশের সেবা ,জনগনের সেবা ভুলে ,
এ কোন নীতি গোঁড়ামীতে দড় ,ধর্ম ধর্ম বলে ?
জীবনানন্দ ,রবীন্দ্রনাথ  আর কাজী নজরুল ,
রূপসী বাংলা ,সোনার বাংলা ,বাংলাদেশ হলো ভুল ?
কবি কঙ্কন ,মুকুন্দরাম , বাংলার লাগি গান সংগ্রামী গান ,
বঙ্কীমচন্দ্র ,সুভাষ চন্দ্র ,স্বামীবিবেকানন্দ ,রাখেন দেশের মান ।
এ দেশ নহে ধর্মের রাজনীতি ,নহে হিংসা ,প্রতিহিংসার লড়াই ,
গনতান্ত্রিক দেশ যে মোদের কেন ধর্মের বড়াই ।


                ****************
বেলা - ১১:০৫মিনিট ,
০৪/ 0৬ /২০১৯ মঙ্গলবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ॥