বীর প্রসবিনী ভারতবর্ষ তোমারে জানাই প্রনাম  ,
তুমিই মোদের গর্ব মাগো তুমিইমোদের মান ।
তোমার 'পরে জন্ম নিয়েছে কত বীর সেনানী ,
তোমার 'পরে কতই শান্তি প্রাণ জুড়াই জননী।
সকল দেশের সেরা তুমি আমার ভারতভূমি ,
তোমার 'পরে ঠেকাই মাথা আমার জন্মভূমি ।
সকল দেশের বাড়া সে দেশ আমার ভারতবর্ষ ,
তোমার 'পরে জন্ম লইয়ে তাইতে ধরেনা হর্ষ ।
জগৎ সেরা বিশ্বসেরা তুমি জন্মভূমি  মাগো ,
বিশ্বে তোমার রূপের মাগো তুলনা না হয়গো ।
ধন ধান্যে পুষ্পেভরা  আমার ভারত ভূমি ,
স্নেহ মমতা দিয়ে মাগো জীবন জুড়াও তুমি ।
তুমি আমার জ্ঞান গরিমা তোমার রূপের নেই তুলনা ,
তুমি আমার স্বর্গ ভূধর  তুমিই বিশ্ব জগতের মহিমা ।
তোমার মান রক্ষা তরে মোরা করবো জীবন দান ,
রক্ত দিয়ে জীবন দিয়ে রাখবো তোমার মান ।
ভারতবর্ষ ভারতবর্ষ ভারতবর্ষ মাগো  ,
তোমা 'পরে জন্ম লভিয়ে ধন্য হয়েছি ধন্য গো ।
ভারতবর্ষ ভারতবর্ষ ওগো মোর প্রিয় জন্মভূমি ,
তোমার 'পরে জন্ম লইয়ে ধন্য হয়েছি আমি  ।


     *********************
দুপুর - ২ :০৫ মিনিট !
২৬ /০১ /২২ বুধবার !
রবীন্দ্রনগর  = মেদিনীপুর !