মন ভোমরা মনের মত ,
গুমরে মরে অবিরত ,
ঘুরে ঘুরে দেখছে কত ,
সময় হলেই পালাবে সেতো ।


এক ফুলে মজেনা সে ,
ভিন্ন ফুল আরোও খুঁজে ,
ঘুরে বেড়ায় আসেপাশে ,
কোথায় কখন পালাবে সে ।


ঝরে  যাওয়া ফুলের মাঝে ,
আর বসে রবেনা সেযে ,
ঝরে পাপড়ি জীর্ন ভাঁজে ,
তাজা ফুল সে ভালবাসে ।


মন করেছে যাবে চলে ,
তাই মন বসেনা জীর্ন ফুলে ,
কখন কোথায় যাবে চলে ,
নাই বা ধরলো পাক চুলে ।


যে  ফুলে তার ভালোলাগে ,
সেই  ফুলে সে বিভোর থাকে ,
শীর্ন জীর্ন যখন দেখে ,
পালাবার দিন গুনতে থাকে ।


মন ভোমরা বেইমান ভারী ,
তারে এতদিন পুষলাম যতন করি ,
শেষের দিনে দিয়ে ফাঁকি মোরে ,
উড়ে যায় সে  খাঁচা ছাড়ি ।


🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝🐝
দুপুর -১২:৪২ মিনিট ,
১১/০৬/২০১৯মঙ্গলবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।