প্রকৃতির মাঝে সৃষ্টি বিরাজে ,
কতরূপে রসে রঙে ডঙে সাজে ।
চৌদিকে বিছায়ে মোহ  মায়া জ্বাল ,
আজ যে মরা নদী কাল উত্তাল ।
আজ শিশু গাছ সে কাল বিশাল তরুবর ,
আজ ছোট্ট ঢিপি ঢেলা কাল সে উচ্চ মহীধর ।
বিধাতার কিযে লীলা সৃষ্টি নিয়ে করে খেলা ,
ঐপারে ভাঙা গড়া এইপারে রঙের মেলা ।
কেউ হাসে কেউ কাঁদে কি দুঃসহ বেদনাতে ,
কেউ উচ্ছল আনন্দে মাতে কেউ দুঃখ বুকে বাঁধে ।
কখন কার প্রয়োজন না জানে পর আপন ,
সৃষ্টিতে তাঁর প্রয়োজন তিনি থাকেন অনুক্ষণ ।
আজ যে হরিহর আত্মা প্রয়োজনে তার নেই পাত্তা ,
তিনিই জীবের জীবন দাতা যিনি বিপদে থাকেন সদা ।
বটবৃক্ষ  শীতল ছায় বসে সবে প্রাণ জুড়ায় ,
বিধাতা সৃজিল তায় সুশীতল তার ছায় ।
নদী চলে বেগবতী ,ধীরগতি ,মন্থরগতি ,স্রোতসতী ,
যার যথায় স্থিতি সেখানেই তার  গতি ,মুক্তি ।
হে বিধাতা নিরাকার পুরুষরূপের নেই আকার ,
প্রকৃতিকে সাজালে তুমি নারী রূপে তোমার ।
তার বুকে সৃজিয়াছ ফুল ফল বৃক্ষ লতা নদী ,
প্রকৃতি কি সৃষ্টি হতো তুমি কিছু না সৃজিতে যদি ?


    ***********************
বেলা - ১১ :৪০ মিনিট।
১০ /০৬ /২১ বৃহস্পতিবার।
রবীন্দ্রনগর - মেদিনীপুর।