আমি বিদ্রোহী, আমি দুর্বার
আমি শোনিতের মত ক্ষুরধার ।
আমি তটিনীর বুকে উচ্ছ্বাস,
আমি বেইমানদের নর পিশাচ ।
আমি প্রলয়, আমি ঝঞ্ঝা,
আমি সাগরেতে সেচি মুক্তা।
আমি মরুভূমির মরুদ্যান,
আমি তটিনীর বুকে কলতান।
আমি ভোরের পাখীর কাকলী,
আমি 'মা'য়ের স্নেহের দুলালী।
আমি ক্লান্তিহীন নগরীর জনরব,
আমি সাঁঝের পাখীর কলরব।
আমি সীমাহীন শেষ প্রান্ত,
আমি শ্যামল বনানীর বনান্ত।
আমি নব প্রভাতের প্রভাতী,
আমি অরুন আলোতে থাকি মাতি।
আমি জাগরনের নবদূত,
আমি উচ্ছ্বল, আমি অদ্ভূত।
আমি ক্লান্তিহীন এক সৈনিক,
আমি অন্তহীন পথের এক পথিক।
আমি সাগরের বুকে ঘুর্ণি,
আমি শ্মশান চিতার বহ্ণি।
আমি কালভৈরব, জটাজ্বাল,
আমি মাহারুদ্র, মহাকাল।
আমি পার হয়ে যাই গন্ডী,
আমি ভৈরবী, রনচন্ডী ।
আমি উল্লাস, আমি উচ্ছ্বাস,
আমি দুর্বিত্তের মহা ত্রাস।
আমি জননী,আমি ধাত্রী,
আমি বেদুঈন, মরুযাত্রী।
আমি অত্যাচারীর জহ্লাদ,
আমি তাহাদের 'যম' সাক্ষাত।
আমি স্লাইকোন, আমি জলধর,
আমি নীল অম্বরে শশধর।
আমি নির্ভয়, আমি সঙ্কা,
আমি জয়রথেরই ডঙ্কা।
আমি মরুহীন, মরুপ্রান্তর,
আমি ভাঙনের তীরে বাঁধি ঘর।
আমি পথহীন উদ্ভ্রান্ত,
আমি কখনো হব না শ্রান্ত।
আমি শেষ পথের এক পথিক,
আমি হীরা, জহরত, নয় মানিক ।
  <<<<°>>>>