দেবতার মন্দিরে দেখি দানবের বাস,
দানবের রাজত্ব দেবতা যায় বনবাস ।
বিদ্যার মন্দিরে বিদ্যাদেবী ছেড়েছেন আবাস ,
নরপশুর অত্যাচারে জ্ঞানীগুণীর বহে দীর্ঘশ্বাস ।
বিদ্যার মন্দিরে আজ পশুরাই বিরাজে ,
লঘুগুরু নাই জ্ঞান তার শিরো পরে চরণ রাজে ।
"বিদ্যা দদাতি বিনয়ম্" প্রচলিত কথায় আছে ,
শিক্ষাগুরু মাতা পিতা গুরুজনে তারা নাহি বাছে ।
বিদ্যা থাকলে পেটে হয় বিনয়ী বিবেক জ্ঞানবান ,
শ্বাপদ সঙ্কুল যারা দেয়না গুরুজনের মান সম্মান ।
সেথা শিক্ষাগুরু দীক্ষাগুরুদের করে তারা অপমান ,
বিদ্যার মন্দির আজ নরপশুর আস্তানা নরক সমান ।
মানবত্ব হারিয়েগেছে হারিয়েছে সহবৎ সৌজন্যতা ,
সেথা সদাই বিরাজ করে অমানবিকতা বর্বরতার ।
তপস্যার মন্দিরে বাস আজ নৃশংসতার পাশবিকতার ,
চলছে সেথা ভাটিখানা চলে জুয়াখেলা অশালীনতার ।
বিদ্যার মন্দির করেছে আজ অপবিত্র অমানুষের দল ,
উত্তাল ঔধৌত্ব যত অভদ্র কুলাঙ্গার নরপশুরাই সকল ।
শিক্ষার গুরু দীক্ষাগুরু মাতা পিতা শ্রদ্ধা ভক্তি সম্মান ,
তাদের নাই জ্ঞান নাই বিবেক উজবুক অসভ্য অজ্ঞান ।
*******************
রাত্রি - ৯ : ০৪ মিনিট ।
২৪ / ০৮ /২৪ শনিবার !
কোলকাতা !
(২৩/০৮ /২৪ তারিখ কবি
প্রসূন গোস্বামী র কবিতার মন্তব্যে আমার এই বর্ধিত কাব্য তাঁকে উৎস্বর্গ করলাম !)