এলো এলো এলো বিজয়া এলো ,
মা মেনকা চোখের জলে বুক ভাসিল ।
জগজন চোখের জল ধরিতে নারিলো ,
শিব সনে শিবানী কৈলাশে চলিল ।


সঙ্গে লক্ষী সরস্বতী ,কার্তিকেয় গনপতি ,
পুত্র কন্যা সঙ্গে লয়ে সিংহ স্কন্ধে ভগবতী ।
বিজয়া চলিলেন বিজয়া দশমীতে ,
মহেশ্বরী চলিলেন মহেশ্বর সাথে ।


ভাঙ্গড়ভোলা মহেশ এলো বিজয়া লইতে ,
কৈলাস শিখরে সবে আনন্দেতে মাতে ।
তিনদিনের তরে সতী আইল পিতৃ ঘরে ,
বিজয়াতে পশুপতি লইতে এলো তাঁরে ।


চলো গো মহামায়া না পারি থাকিতে ,
তোমা  বিনে অন্ধকার কৈলাসপুরিতে  ।
মনে না ধৈর্য্য মানে তোমারে না হেরে ,
পুত্র কন্যা না হেরিয়া ভূবন আঁধারে ।


শিব সনে হৈমবতী ধাইলেন কৈলাশে ,
বিজয়া লইয়া সাথে হর চলিলেন উল্লাসে ।
আয় মা উমা বুকে মোর ধরি তোরে বুকে,
ভাঙ্গড় ভোলা ভিক্ষারীর সনে থাকবি কোন সুখে ।


       😩😩😩😩😩😩😩😩😩😩😩😩


বেলা -১১:২২ মিনিট  ।
১৮ /১০ /২০১৯ শুক্রবার ।
কেরাণীটোলা  =মেদিনীপুর ।