বাংলা মায়ের ব্যাস্ত ছেলে ,
বলে, মা'কে পূজবো রক্ত ডেলে ¡
বিপদ আসে আসুক যত ,
বাধা বিঘ্ন যাব ঠেলে ¡
বন্ধ ঘরের বদ্ধ দ্বারে ,
বন্দী হয়ে থাকবো নারে ¡
বন্য পাখীর মত উড়ে ,
বিহার কর আকাশ পারে ¡
বাঁধন ছেঁড়া প্রাণ যেরে ,
বাঁধবে মোরে আর কেরে ¡
বল না তোরা বলনা রে ,
বাধা মোরা মানবো না রে  ¡


বিশ্ব জগৎ জিনলে হরি ,
বিভোর হও নাম গানে তারি ¡
বিপদতারণ তিনি যেরে ,
বিপদ মুক্ত করবেন তোরে ¡
বৃন্দাবনে ব্রজের কানাই ,
বাজায় বাঁশী  কদম তলায় ¡
বনমালী চিকণ কালা ,
বাহার দেখ বনমালা ¡


বসুদেব বন্দী কারাগারে ,
বুঝিলেন যোগমায়া অন্তরে  ¡
বলতে গেলে কৃষ্ণ কথা মন ভাল হয় ,
বিজন বিহারী হরি সম্বল সহায় ¡
বনে চলে বনমালী ,বনমালা গলে ,
ব্রজবালা জল আনিতে ,যমুনার জলে ¡
বস্ত্র হ'রে ,বাঁকাশ্যাম তমালেরি ডালে ,
ব্রজাঙ্গনা করে স্তুতি ,লজ্জানিবারণ হরি বস্ত্র দাও ফেলে ¡
ব্রজ বিহারী দয়াল  হরি ,
বরাভয় দান মম অন্তরে ।


                  *************
সকাল :৯:৪৫মিনিট ,
২৯ /০৪ /২০১৮ রবিবার ¡
           ডেবরা ¡