শ্রী কৃষ্ণ বিহনে সখি -
             মরি যে কান্দিয়া !
প্রতি অঙ্গ লাগি কন্দে -
             প্রতি অঙ্গ লাগিয়া !
মন বিরহানলে  সখি -
             জ্বলে ,পুড়ে ,মরিয়া !
কি করে পাইব সখি -
              মোরে ,দে বলিয়া !
শ্রী কৃষ্ণ বিচ্ছেদের জ্বালা -
               সহিতে নারি প্রাণে ,
বল না ,বল না গো সখি -
               প্রাণে ধৈর্য্য নাহি মানে !
দিবা -রাত্রি বিরহানলে -
               মোর অঙ্গ যায় জ্বলিয়া !
কি কইরা নিভিবে আগুন -
               শ্রী কৃষ্ণে না দেখিয়া !
কি কইরা পাইব সখি -
               তারে ,না পাই ভাবিয়া !
বলে দে ,বলে দে সখি -
               মোরে দে বলিয়া !


         ***********
রাত্রি - ৯:১১ মিঃ ,ডেবরা
১৩ /০৯ /২০১৭ , বুধবার !