হৃদয় আকাশে বিরাজিছ তুমি ,
খুঁজিয়া বেড়াই নাহি পাই আমি ,
দেখা দাও ওহে জগতের স্বামী  ।


তোমার ইশারায় উঠে সূর্য চন্দ্র ,
ইশারায় বয় বায়ু মৃদু মন্দ্র  ,
চারিদিক ছেয়ে আছে সৌরিন্দ্র ।


এদিক ওদিক খুঁজিয়া বেড়াই ,
দেখিতে চাহিযে দেখা নাহি পাই ,
জগৎ জুড়িয়া তুমি রয়েছো সদাই ।


সবার অন্তর জুড়ে সদা জেগে রও ,
হেথা হোথা খুঁজে মরি সবে অহরহ ,
সবার বাসনা তুমি সদা মনে বহ ।


সর্বস্থলে হয় ওগো তোমার প্রকাশ ,
দুঃখী ,ভুখা ,চাষী ,কাঙাল সবে করে আশ ,
বারোমাস থাক প্রভু সবার সকাশ ।


মাতৃ জঠরে যবে শিশু লয় আশ্রয় ,
খাদ্য যোগাও বক্ষে মাতৃ স্তনদ্বয় ,
সদাই  হওহে  তুমি সবার মনে সদয় ।


      ***************
সকাল -৯ :৫৮ মিনিট !!
০৪ / ০২ /২২ শুক্রবার !
রবীন্দ্রনগর = মেদিনী পুর !