কত যে দুর্গা প্রাণ হারালো অসুরের তান্ডবে ,
প্রতিকার হীন হয় যদি শত দূর্গা প্রাণ হারাবে।
আঁধার রাত্রে প্রাণ হরে নিলো সব অসুরে দানবে ,
সোচ্চার হও নারীরা সকলে অসুরে শাস্তি দিবে ।
ভদ্রবেশী অসুরেরা সব ছদ্মবেশে ঘোরে ,
কেযে অঘাসুর কেযে বকাসুর বুঝবে তা কিকরে ।
শত শত আজ অসুর দানব রাস্তায় পথে চরে ,
সুযোগ সন্ধান যখনই পায় মা-বোনে ধর্ষণ করে ।
অশালীন লালসা যেথা কামনা বাসনার ধন,
মা-বোন হুঁশ নেই লোলুপ দৃষ্টি তার অনুক্ষণ ।
রঙ দেখিয়ে ঢঙ দেখিয়ে রাজনীতির বিশ্লেষণ ,
অকাজ কূকাজ করে রাজনীতির ব্যাখ্যা কপচান।
সত্যি সত্যি সত্যের প্রকাশ একদিন তো হবে ,
শাসক ও শোষক কেউই রেহাই নাহি পাবে ।
বিক্ষিপ্ত জনতা এবার সত্য সত্যই জেগে উঠেছে ,
মৃত্যুর নাগপাশে দুরাচারিরা বন্ধনে আবদ্ধ হয়েছে ।
ভেবেছিলি কূকর্ম করে লুটলি খুবই আনন্দ ,
চেয়ে দেখ শিয়রে তোর উপস্থিত হয়েছে যমদন্ড ।
সত্যের পথে যেতে মানুষ সদাই পায় অকারণ ভয় ,
অন্যায়ের পথে যেতে দুরাচারিদের কুন্ঠা নাই হয়।
অন্যায় কুকর্ম করেও যাদের লজ্জা শরম নাই ,
তবুও এখনো মিথ্যা দিয়ে সত্যিটা ঢাকতে চায় !
বাঘা বাঘা লোক সব পরক্ষে মদত যোগায় ,
বলে আমরা পেছনে আছি সতত সর্বদাই !
*********
রাত্রি - ৯ :১২ মিনিট !
২০ / ০৮ /২৫ মঙ্গলবার !
কোলকাতা !