বার্দ্ধক্য বিষম ব্যাধি না দ্যাখে নয়ন ,
তৃষ্ণা খুধায় অবসন্ন  দেহ না চলে চরণ ।
বয়স ভারে ভারাক্রান্ত দেহ অবশ  শরীর ,
নাহি চলে হাত পা যেন ধীর স্থবীর ।
ক্ষীণ দৃষ্টি কানে খাটো অস্থি চর্ম সার ,
বাঁচিয়াও জীবন মৃত বার্দ্ধক্যের  ভার  ।
দেহ ক্ষীণ আয়ু ক্ষীণ হীন বল দিন দিন ,
বার্দ্ধক্যে বাঁচাই যেন মৃত্যুর সমীচিন  ।
এইভাবে বেঁচে থাকা যেন অসঝ্য মৃত্যুর যন্ত্রণা ,
এই সময় পাশে থেকে কে দেবে শান্তির মন্ত্রণা।
অসময়ে তুমি বিনে চরাচরে আর কেহই নাই ,
কৃপাময় কৃপা করে অসময়ে চরণে দিও ঠাঁই ।
তুমি প্রভু কান্ডারী  হরি পার কর খেয়া পারি ,
অন্তিম সময়ে পার করিও তুমি পাতকী উদ্ধারি।
বিশ্বের ত্রাতা তুমি দয়াল কৃষ্ণ মুকুন্দ মুরারী ,
যত পাতকী উদ্ধার কর ওগো দয়াল বংশীধারী ।
তুমি বিনে জীব জড়ের আর নাই কোন গতি ,
যে যতই দম্ভ করুক তোমার চরণ ছাড়া নাই মুক্তি ।


*********************
সন্ধ্যা - ৭:০০ টা !
০৫ /০৪ /২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !