কন্যা ,ভগিনী ,জায়া ও জননী
                 সবাই তো নারী ---
আমরা আমাদের কর্মে .
                  অধিকার ছিনিয়ে নিতে পারি !


নারীই পারে সন্তানের জন্ম দিতে
        পারে তাকে মানুষের মত মানুষ করতে ---
নারীই পারে সৃষ্টি স্থিতি রক্ষা করতে ,
        পৃথিবীকে সুন্দর রূপে রসে ভরে তুলতে !


নারীর একহাতে অভয় অন্য্ হাতে খড়গ
                 একহাতে সুধা গড়ে তুলে স্বর্গ ---
একদিকে সংসার রক্ষা অপর দিকে বংশ ,
               একদিকে সৃষ্টি করে প্রয়োজনে ধ্বংস !


নারী দিচ্ছে আকাশ পারি  দেশ রক্ষায়ও নারী
  সব কাজেতেই এগিয়ে নারী সবেতেই অবদান তারই !


সময়ে ভীষণা ভামিনী রমণী
      আবার সময়ে শান্তিময়ী ক্ষমাদাত্রী জননী ---
নারীই হয়েছে বিশ্ববিজয়ীনি নন্দিনী ,
                আবার শান্তি দায়িনী কামিনী !


        ********************
দুপুর - ১ : ২২ মিনিট !
০৮ / ০৩ /২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !