হৃদয় অঙ্গন মাঝে -  
ওকে দাঁড়ায়ে আছে ,
ভালোবাসা মনোমাঝে,
স্নেহের আঘাত দেছে ।


দেব কী দেবী চিনিতে যে নারি ,
তার চরণ ধুইযে দেবো দিয়ে ভক্তি বারি ।
নয়ন মুদিলে হেরি মূরতি তাহারি ,
দেখা দিও ওহে দেব শক্তিধারি ।


তোমার ইঙ্গিতে প্রভু বোবায়  কথা কয়,
অন্ধে দৃষ্টি পায় খঞ্জ হাঁটে বধির শুনতে পায় ।


শিশুখাদ্য দাও তুমি  বক্ষ স্তনে জননীর ,
ফুল ফোটে ফল ধরে  শোভা প্রকৃতির ।
কখনো বা নারী দেখি কখনো বা নর,
একি তোমার লীলা খেলা ওহে বিশ্বম্বর ।


রমণীর অন্তরে দেছ  মমতা মাখা মাতৃস্নেহ ,
প্রেম প্রীতি ভালোবাসা নইলে ধরা হতো যতুগৃহ ।


মরুতেও ফুল ফোটে ফল হয় তোমার কৃপায় ,
বন্ধ্যারমণী  জননী হয় যদি তুমি  দয়া কর তায় ।
জলেতেও ভাসাও শীলা  ওগো ছলনাময় ,
সূর্য্য চন্দ্র গ্রহ তারকাদেরও আসমানে ভাসাও ।
  


নিধুবনে রাধা পূজে  কৃষ্ণকালা বনমলী ,
আয়ান জটিলা কুটিলা হেরে দেবী মুন্ডমালী ।
চটুল কপট কানু তোমার নেই ছলনার শেষ ,
মরুতেও ফল ধরে ফুল ফোটে দয়ায় অশেষ ।


হে গোবিন্দ গোকুলানন্দ গিরি গোবর্ধন ,
করলে মথুরাতে কংস ধ্বংস লঙ্কায় রাবন ।
তোমার মহিমা কেহ বুঝিতে না পারে ,
ইচ্ছাময়ের ইচ্ছা ছাড়া বৃক্ষপত্রও  না নড়ে ।


×××××××××××××××××××××××××


সন্ধ্যা = ৭ :১৫  মিনিট ।
০৯ /১১ / ২২  বুধবার ।
কোলকাতা ।