বাঁশুরিয়া গো তুমি -
     বাজাও মোহন বাঁশী ,
থাকিতে না পারি ঘরে -
           তাই বারে বারে  আসি  !
তুমি হে নিঠুর নাগর -
            না বোঝ সময় অসময় ,
তাই মন না মানে ঘরে মোর -
            না থাকে লোক লাজ ভয় !
শাশুড়ী ননদি ঘরে -
            দেয় গুরু গঞ্জনা ,
উদাসী এ মন মোর -
            শুধু হয় আনমনা !
আয়ান ঘরনি আমি -
            কূলের কূলবধূ ,
কলঙ্কিনী বলে লোকে -
              না কাঁদাও আর বঁধূ  !



             ********


বিকেল -৪:৪৫ মিঃ ,ডেবরা ,
১৬ /১১ /২০১৭ ,বৃহস্পতিবার !