এক্ষুনি প্রবীন আবার এক্ষুনি নবীন ,
এক্ষুনি তরল আর এক্ষুনি কঠিণ ।
এক্ষুনি হাসি আর এক্ষুনি কান্না ,
এক্ষুনি স্থিরমতি ,এক্ষুনি বন্যা  ।
এই দেখি বন্ধুর  আর এই মসৃন ,
এই রুক্ষ দেখি আর এই দেখি চিকন ।
নিমেষে উড়ায়ে ধূলি উন্মত্ত ঝঞ্ঝা ,
তক্ষুনি কাজল কালো মেঘ নেই ভরসা ।
প্রখর প্রচন্ড রৌদ্র বহে দাবদাহ ,
আকাশ ছেয়ে  রক্ত বর্ন উড়ায় বাস গৃহ ।
ধুম্র কালো মেঘ ঘিরে ,মেঘলা আকাশ ,
তক্ষুনি বরিষণ শেষে মুক্ত  বাতাস ।
এই চঞ্চলা বালা ,এই দেখি অবলা ,
এই মিষ্টি হাসি মুখ দেখি ,এক্ষুনি সবলা ।
শান্তিময়ী লক্ষ্মীরূপী দেখি ,ভীষণা ভামিনী  ,
ক্ষেমা ক্ষেমঙ্করী রূপী দেখি এই মনোমহিণীী।  
উড়াইয়া জটাজ্বাল এলাইয়া বেনী ,
নৃত্যের তালে নাচে যেমন কাল নাগিনী  ।
অর্দ্ধেক অঙ্গ নর তব , অর্দ্ধেক অঙ্গ নারী ,
পুরুষ কি রমণী তুমি বুঝিতে না পারি ।
বিচিত্রময়ী রূপ মা তোর বুঝে কার সাধ্য,
তোমার মহিমা বুঝা দেবতার ও  অসাধ্য । ।


        ****************
বিকেল _৩ :৩০ মিনিট ,
১৮/০৫/২০১৯ শনিবার ।
কোলকাতা ॥