যেথায় প্রভাতে অরুণ  আলো ফোটে ,
জলাশয়ে হংসেরা দল বেঁধে ছোটে ।
সকাল সন্ধ্যা ভাসে জলে ,
ডুব দিয়ে ঠোঁটএ মাছ তুলে ।
হোথা পুকুরের জলে ,
শাপলা ,শালুক ,ফুলে ।
শতদল পাপড়ি মেলে
মরাল মরালী উভে খেলে ।
চঞ্চুতে গেঁড়ী ,শামুক ,তোলে ,
পানকৌড়ী কুবকুব ডুব দেয় জলে ।
সেথা পুকুর ,ডোবায় ,খালে ,
স্নান করে সারে সবে  ডুব জলে ।
সে সব মাটি দিয়ে ভরাটিয়ে,
দৈত্যাকার আবাসন আজ আছে  দাঁড়িয়ে ।
বিরাট বিরাট আবাসন সারি দিয়ে ,
বৃক্ষ ,গুল্ম ,জলাধার ,সব আচ্ছাদিয়ে ।


গ্রাস করে মুক্ত বায়ু ,
ক্ষয় করে উজ্জল পরমায়ু ।
ছড়ায় জীবন নাশক কীট ,
মশা ,মাছি ,শূককীট ,মূককীট ।


    👹👹👹👹👹👹👹


রাত্রি - ৯:১৭ মিনিট ,
৩০ / ০৩ /২০১৯ শনিবার ।
কেরাণীটোলা = মেদিনীপুর ।