বৃষ্টি ভেজা সোঁদা মাটির সোঁদা সোঁদা গন্ধে ,
মন হারিয়ে যায় কোথায় অনাবিল আনন্দে ।
বৃষ্টি যখন ঝরঝরিয়ে পড়ে চারিধারে  ,
সোঁদা মাটির তাজা গন্ধে মনটি উঠে ভরে ।
এই সোঁদা গন্ধ পেয়ে মন করে আকুল ,
মাটির দেশে যাই যে ছুটে মন করে ব্যাকুল ।
মাটি মোদের খাঁটি সোনা ,মাটি মোদের প্রাণ ,
সোঁদা মাটির গন্ধে যেন মন করে আনচান ।
এই মাটিতেই চাষীরা সব লাঙ্গল নিয়ে মাঠে ,
সকাল হতে সাঁঝ অবধি  খেতে চাষের খাটে ।
পুকুর ঘাটে,খালের জলে মিষ্টি পাঁকের গন্ধে ,
বাগদী বৌ শামুক কুড়ায় মনেরি আনন্দে ।
সোঁদা মাটির মেঠো গন্ধে মন যে উঠে ভরে ,
এমন মেঠো সোঁদা গন্ধ আর কোথাও পাবি নারে ।
ভেজা মাটির সোঁদা গন্ধ ম-ম হাওয়ায় ভাসে ,
সোঁদা মাটির সবুজ ঘাসে ,সবুজ গন্ধ ভাসে ।


          *****************
রাত্রি -১১:২০ মিনিট ,
০৫/০৪/২০১৯ শুক্রবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।