আকাশ জুড়ে মেঘ জমেছে ,বৃষ্টি পড়ে হেথা ,
বিহঙ্গেরা  ভিজে নাকো ,বনানী ধরে ছাতা !
মেঘের থেকে ঝরছে বারি  ,যেন  মুক্তো ধারা ,
ছেলে ,বুড়ো হাঁপ ছেড়ে আজ প্রাণে পেল সাড়া !
ঝমঝমিয়ে বৃষ্টি এলো ,মেঘের সাথে সাথে ,
সিনান করে ,ধরিত্রী আজ আনন্দেতে মাতে !
শীতল আকাশ ,শীতল বাতাস ,শীতল হল ধরা ,
কাটফাটা যে দুঃসহ তাপ ,বিদায় নিল খরা !
লতা,পাতা সবুজ হল ,মেঘের নিমন্ত্রনে  ,
মেঘের বাদল পরশ পেয়ে ,হল যে চনমনে !
ঝমঝমিয়ে বৃষ্টি এলো ,ঝাপসা গাছ পালা ,
শীতল হল বসুন্ধরা ,কমলো দহন জ্বালা ।
কালো মেঘে বৃষ্টি এলো ,ভরা গাঙের জল ,
বিলে ,ক্ষেতে জল ভরেছে ,ধান রোইগে চল !
আকাশ ঘিরে মেঘ জমেছে ,জল থৈ থৈ মাঠ ,
বৃষ্টি এলো ,জল জমলো ,কাদা পুকুর ,ঘাট !
বৃষ্টি এলো ,বৃষ্টি এলো ,পদ্ম ,শালুক ফোটে ,
বৃষ্টি এলো ,বৃষ্টি এলো ,রাস্তায় জল ছোটে !
মেঘের কোলে রোদ হেসেছে,পশ্চিমেতে ভানু ,    
সাত রঙেতে রাঙিয়ে দিল ,পূবেতে রামধনু ।
বৃষ্টি পড়ে টাপুর,টুপুর ,আকাশ জুড়ে মেঘ ,
মাঠে ,ঘাটে জল থৈ থৈ ,গাঙে ডাকে ভেক্ !
          


বিকেল < ৪:৩০ মিঃ > , ডেবরা
১৭ /০৬ /২০১৬ ,শুক্রবার !