জটা জুট বিছায়ে জ্বাল ,
তান্ডব নৃত্যে মহাকাল ।
ছাই ভস্ম মেখে গায় ,
চৌদিকে উড়ায়ে  ছাই ।
শশ্মান মশান বাসী ,
গৃহবাসী নয় শ্মশানবাসী ।
কলকে গাঁজায় দিয়ে টান ,
হারায়ে দিগবিদিক জ্ঞান  ।
ভূত পিশাচ লয়ে সঙ্গে ,
নন্দী ভৃঙ্গি নৃত্যে রঙ্গে ।
পত্নী গঙ্গা ধরে মস্তকে ,
প্রেমালাপ তারই সঙ্গে ।
ভাঙ্ সিদ্ধি খেয়ে সারা ,
সিদ্ধি ভাঙ্ খেয়ে বুদ্ধিহারা  ।
নাচে তাথৈ তাথৈ দ্রম দ্রম ,
মুখে তার বো-ব্যোম ব্যোম ।


🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏 🙏


সন্ধ্যা -৭:৪০ মিনিট ।
০৭/০২ /২০২০ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।