মালিনী লো সই সুখ তোর নেই ,
সারা জীবন ফুল কুড়ালি পয়সা পেলি কই ?
যৌবনে তোর জীবনসাথী পালিয়ে গেল পথি ,
যৌবনেতে মিটিয়ে ক্ষিদে পোহালে যৌবন ভাতি ।
ছিলো যখন ভরা যৌবন তোর চেয়ে কেউ ছিলনা আপন ,
যৌবনেতে পড়লে ভাটা ছেড়ে করে পলায়ন ।
এইমত পুরুষ  বেইমান নেই তাদের মান সম্মান
হেথা হেথা ঘুরে বেড়িয়ে প্রপঞ্চতা করে পেট চালান ।
স্বার্থ ছাড়া  বোঝেনা কিছু সম্পর্ক সম্মান অতি তুচ্ছু ,
খাওয়া আরাম সাজ পোষাক তার নিকট সব কিছু ।
মা বাবা ,ভাই বোনের তার কাছে নেই মূল্য ,
যেখানে সুখ স্বচ্ছন্দ আনন্দ সেখানেই ছুটে চলল ।
জীবনটাই তার ভবঘুরে সে জীবনের মূল্য কি রে ,
বিপদ হলে,যেখানে থাকে তাদের ছেড়ে পালায় বাইরে ।
অপরের নিবে খাবে ,বিনে খরচে আনন্দ করবে  ,
তাদের অসুবিধা হলে ,পালিয়ে পগার পার হবে  ।


        ******************
সকাল - ১০:৩৮ মিনিট॥
০১ /১২ /২০২০ মঙ্গলবার।
কেরানিটোলা = মেদিনীপুর