চন্দ্রবদনী  রাধা চলে  যমুনায়  ,
চিকন চতুর কানু বাঁশরী বাজায় ¡
চলেছে গাগরী ভরনে শ্রীরাধা ,
চঞ্চল হরিণী পায়ে নামানে বাধা ¡


চারিদিকে চায় রাধা ,
চপলা চঞ্চলা রাই ,নাশুনে কথা ¡
চকোর চিত্ত তার হয়েছে আনমন ,
চতুর নিঠুর কৃষ্ণে হেরিবে কখন ¡


চিকণ কালা তখন তমালেরি তলে ,
চাহিয়া শ্রীরাধারে ,বাঁশী রাধা রাধা বলে ¡
চিত্ত চকোর তার হয়েছে চঞ্চলে ,
চন্দ্রবদনী আসে লজ্জা সরম ভুলে ¡


চয়ন করেছে রাধা শ্রীকৃষ্ণ ভকতি ,
চলিয়া গিয়াছে মনে লাজ ,ভয় শক্তি ¡
চিত্তে রয়েছে তার ভক্তি শতদল ,
চাইগো অঞ্জলি দিতে ,মন বড় চঞ্চল ¡


          ***********


সকাল *৯:৪০মিনিট,
৩০/০৩/২০১৮ শুক্রবার ¡
কলকাতা ¡