চন্ডী পুরের  চন্ডী ঠাকুর করে চন্ডী পূজা ,
চন্ডী মন্ডপে চন্ডী পূজে দশভূজা ।
চন্ডীবাবু চন্ডীকে বলে চন্ডী এলো ঘরে ,
চন্ডীর চরণে চন্ডী  ,চন্ডী তলায়  পড়ে ।
চন্ডী চরণ চন্ডী বাড়ী ,চন্ডী পাঠ করে ,
চন্ডী পাঠ শেষে চন্ডী ,চন্ডী আনবে ঘরে ।
চন্ডী পাঠ করে চন্ডীর গলা শুকিয়ে  যায় ,
চন্ডী ছোটে চন্ডীর দোকানে চা'য়ে গলা ভিজায় ।
চন্ডী পাঠে মন বসেনা ,চন্ডী হ'ল আনমনা ,
চন্ডী পাঠে কি পাবে চন্ডী শাড়ী আর দক্ষিনা ?
চন্ডী বাবু চন্ডী বামুনে দেয় যা'  প্রনামী ,
চন্ডী বামুন চন্ডীরে বলে মোর সাড়ে সাতশত টাকা সেলামী ।


           **************
সকাল -10:45 মিনিট ,
06 /12 /2018 বৃহস্পতিবার ,
কেরাণীটোলা - মেদিনীপুর।