চারটে শালিক ঝগড়া করে রান্নাঘরের চালে ,
চড়ুইগুলো কিচির মিচির চালতা গাছের তলে ।


চাতক পাখী জলের আশায় আকাশ পানে চায় ,
চাঁদের বুড়ী চরকা কাটে চড়ে চাঁদের গায় ।


চিবুক ধরে চুমু খায় চঞ্চলের চাচী ,
চাচা যাবে চন্দ্রহাটে কিনতে  চাঁপার চটি ।


চিনুর দিদি ভাজছে চিঁড়ে বসে চাঁচের ধারে ,
চাটনি খাবে পান্তা ,চাঁচছে কাশের চরে ।


চন্দরকান্ত চামর হাতে চলল চমকাই তলায় ,
চাঁচর চিকুর কেশ যে তার বিজলী চমকায় ।


চাটুকার ঐ চলতে পথে বাড়ীর পানে চায় ,
চাবিকাঠি চুরি করে চপ্পল পায় চলছে ভিন গাঁয়  ।


চমকবুড়ী চোখের জলে ধোয় শ্রীকৃষ্ণের চরণ ,
চরণে যায় গড়াগড়ি বোলে প্রভু দাও চরণ দরশন ।


চৈত্র মাসে চড়কপূজা চড়কডাঙার মাঠে  ,
চুনী ,  চুমকী , চন্দন, চলে চৌকিদারের সাথে ।


চড়চড়ে  চড়ারৌদ্রে মাটি ফেটে চৌচির  ,
চিৎকার করে ঘেমে ,চুলকানী  চিড়বিড়  ।


চিত চকোর মম চায় তোমা বারি সম  ,
চঞ্চল চপল হিয়া নেই চিতে শান্তি মম ।


চঞ্চল  হরিণী চলে চঞ্চল  পায় ,
চত্বরে চারিদিক চষিয়া চলে যায়  ।


☆☆☆☆☆☆☆☆☆☆☆☆☆


সকাল -১০ :১৫ মিনিট ।
১৮/০৭/২০১৯ বৃহস্পতিবার  ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।