ব্যাস্যাম বেঁধে লাঙ্গল কাঁধে চলেছে চাষীর দল ,
চষবে জমি ফলবে ফসল চলরে মাঠে চল ।
মা ও মাটি আমার খাঁটি নয়তো কৃপণা  ,
সময় মত করিস যতন দিসনে যাতনা ।


লাঙ্গল কাঁধে চাষীরা সবে চলেছে ভাই মাঠে ,
সবুজ ক্ষেতে শ্যামলী মা খেলে পথে ঘাটে ।
রাখাল ছেলে চরায় ধেনু মাঠের আলে আলে ,
ক্ষেতের  কোণে একফালি মাঠ ছেলেরা সব খেলে ।


ধনে ,মূলো ,সরষে ,ফুলে হলুদ হলুদ মাঠ ,
মা বোনেরা যাচ্ছে মাঠে সেরে ঘরের পাট ।
লঙ্কা বেগুন সব্জি গাছ সব ফলে ফুলে ভরা ,
ফল সব্জি তুলছে চাষী বাছাই বাছাই করা ।


হাট বাজারে যাবে তারা সব্জি বেচার তরে ,
তাই বেচে সারা বছর সংসারে সুখ ঝরে  ।
আবাদ করে বিবাদ করে সুবাদ করে তারা ,
সুখে ভরা ,দুঃখে ভরা ,কাদা ঘাঁটে  ওরা ।


অঘ্রাণ পৌষেতে কেটে আমন ধান তুলে ঘরে ,
আমন ধানের খড় পালই এ খামার উঠে ভরে ।
আমন ধানে ঘর যে ভরে ,হামার মরাই  ভরা ,
সকাল বেলা মরাই করাই এর কাছে নাতা দেয় তারা  ।


সন্ধ্যাবেলা সন্ধ্যাবাতী সকালে নাতা ছড়া ,
এইতো হলো রোজ নামচা চাষী বাসী যারা ।
বৃহস্পতি বারেতে তারা লক্ষ্মী পূজা করে ঘরে ঘরে ,
লক্ষ্মী পূজে ভক্তিভরে , পায়েস ,পিঠে  ,করে ।


ব্যাস্যাম > জলখাবার ,  পালই >খড়ের গাদা ,
করাই , মরাই >যাতে ধান রাখা হয় ॥


        🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾🌾
দুপুর -১২:১৫ মিনিট ।
২৫ / ০১ /২০২০ শনিবার  ।
কেরানিটোলা = মেদিনীপুর ।