বৈশাখ-জৈষ্ঠ্যতে হয় কাটফাটা রোদ ,
খাল-বিলের শুকায় জল ,শুকায় নদী নদ !
উত্তাপে মাটি ফাটে ,লু-বয় ,ঘর্মাক্ত দেহ ,
চারিদিক লন্ড ভন্ড,ধূলিময় ,ঝটিকা প্রবাহ !
আষাঢ় শ্রাবণ মাসে কালো মেঘ ঢেকে আসে ,
জল থৈ থৈ মাঠ ,বিল খাল জলে ভাসে !
ভাদ্র আশ্বিন মাস হয় যে শরৎ ,
আকাশে কখনো মেঘে ,কখনো বা রোদ !
শিউলির ফুল ঝরে,কাশ ফুলে সাদা ,
এলো যে আগমনীর আগমন বার্তা !
কার্তিক -অগ্রহায়ন মাস ,হেমন্তের আগমনে ,
ক্ষেতেতে আমনধানের গন্ধে,ভরেছে সুঘ্রাণে !
পৌষ মাসে নলেন গুড় আর পিঠে পুলি ,
মাঘেতে মা-সরস্বতীরর পায়েতে অঞ্জলী !
ফাল্গুনে পলাশ,শিমুল রাঙে ,রঙের হোলি খেলা !
চৈত্রেতে শিবের গাজন আর চড়কের মেলা !


             ***********
০৭ /১০ /২০১১ ,শুক্রবার !