ছলাৎ ছলাৎ করে ঐ যমুনার জলে ,
ছল করে গাগরী ভরনে রাই যমুনায় চলে ¡
ছলনাময় কৃষ্ণ তখন তমালের তলে ,
ছন ছন ছন বাজে পায়েল ,রাধার পদমূলে ¡


ছেয়ে যায় নবকালো  মেঘে আকাশ ,
ছিঙ্গুলে আসে বৃষ্টি ,বহে মৃদু মন্দ বাতাস ¡
ছদ্মবেশে নৌকাতে কৃষ্ণ নাবিক রূপ ধরে ,
ছামুতে এসোহে নাবিক ,পার কর মোরে ¡


ছলনায় ডাকে কৃষ্ণ বাঁশীতে রাধা বোলে ,
ছল ছল নেত্রে রাই কৃষ্ণ কৃষ্ণ বলে ¡
শিশুকালে  যখন কৃষ্ণ নন্দের আগারে ,
দৈবকী -বসুদেব বন্দী ,কংসের কারাগারে ¡


ছদ্মরূপে পুতনা রাক্ষসী কৃষ্ণে বধিবারে ,
ছামু ছামু ফিরে পুতনা নন্দেরি আগারে ¡
ছন্দে ছন্দে দেখ শ্রীকৃষ্ণ তখন ,
ছেলে হইয়া বক্ষ পরে করে দুগ্ধ পান ¡


           ***********
বিকেল - ৪:২০ মিনিট ,
৩১ /০৩ /২০১৮ শনিবার ¡
কোলকাতা উঃ ২৪ পরগনা ,রাজারহাট ¡