কোথাও অতিঝরা আর কোথাও বা খরা ,
জীবন বিপন্ন আজ কোথা হাজা কোথা বা মরা ।
কোথাও প্লাবনের জলে ঘর বাস জমি প্লাবিত ,
কোথাও বা জলাভাবে আবাদি জমি আছে পতিত ।
কোথাও অধিক বর্ষনে জমি ভাসে ঘর ভেঙে পড়ে ,
কোথাও মানুষ জন বৃষ্টির অভাবে হা হুতাশ করে ।
কোথাও অনাবৃষ্টিতে আবাদি জমি শুষ্ক যেন মরুভূমি ,
কোথাও অতিবৃষ্টিতে জলে ডুবে চারা গাছ ধানিজমি ।
বৃষ্টিতে দুকুল প্লাবিত জলে ত্রাণ সামগ্রী না পৌঁছয় ,
কোথাও খাদ্য জলাভাবে হাহাকার চারিদিকে হায় ।
প্রকৃতির কি যে লীলা খেলা মানুষের বুঝা বিষম দায় ,
কোথাও অনাবৃষ্টিতে আবাদি জমি ফাডা ফাডা জল নাই ।
অতিবৃষ্টিতে কোথাও আবার দেশ ডুবে ঘর বাড়ী ভেসে যায় ,
চারিদিক জলমগ্ন সেথায় ত্রাণ সামগ্রীও না পৌঁছনোর উপায় ।
ছলনাময়ী প্রকৃতি তোমার ছলনার কোন আদি অন্ত নাই ?
কোথাও মরুভূমি কোথাও সুজলা সুফলা সবুজে সাজাও ।
মাতৃভূমি জন্মভূমি রূপের তোমার নাইকো শেষ ,
কতরূপে সাজো মা তুমি কখনো রাজধানীর বেশ ।
***************
রাত্রি - ৯ : ০৮ মিনিট ।
২৪ / ০৮ / ২৪ শুক্রবার । কবি মোঃ সিরাজুল হক ভূঞা "ত্রিপুরার জল "কবিতার মন্তব্যে বর্ধিতাকারে আমার এই কাব্য তাঁকেই উৎসর্গ করলাম!