বৈশাখ জৈষ্ঠ্যেতে হয় কাঠফাটা রোদ ,
খাল ,বিল , নালা ,শুকায় ,শুকায় নদী নদ ।
উত্তাপে মাটি ফাটে ,লু-বয় ,ঘর্মাক্ত দেহ ,
চারিদিক লন্ড ভন্ড ধুলিময় ,ঝটিকা প্রবাহ ।
আষাঢ় শ্রাবন মাসে কালো  মেঘ ঢেকে আসে ,
জল থৈ থৈ মাঠ ঘাট ,খাল বিল জলে ভাসে ।
ভাদ্র আশ্বিন মাসে আসে যে শরৎ ,
কখনো আকাশে মেঘ কখনো বা রোদ ।
শিউলির ফুল ঝড়ে ,কাশফুল সাদা ,
এলো যে আগমণীর আগমন বারতা ।
কার্ত্তিক অগ্রহায়ণে হেমন্তের আগমণে ,
ক্ষেত মাঠে পাকা আমন ধান ভরেছে সুঘ্রানে ।
পৌষেতে নলেন গুড় আর পিঠে পুলি ,
মাঘেতে মা সরস্বতীর পায়েতে অঞ্জলী ।
পৌষ মাঘের আগমন হিমেল প্রভাব ,
নূতন ধান শাক সব্জি নলেন গুড়ের সম্ভাব ।
পলাশে শিমুলে রাঙে ফাল্গুন ,চলে রঙের হোলী খেলা ,
চৈত্রেতে  শিবের গাজন চড়কের মেলা ।
ফাল্গুন চৈত্র মাসে বসন্তের আগমন ,
ডালে ডালে মুকুলিত আম্রকানন ।
ছয়ঋতু কেটে যায় সুখে দুখে  ,
তবু মোরা বাস করি আনন্দে ও সুখে ।


          🌴🌾🌴🌾🌴🌾🌴🌾🌴


০৭/১০/২০১১ শুক্রবার ॥
বসন্তপুর = খড়্গপুর ॥