তুমি সত্য তুমি নিত্য তুমি সদানন্দময় ,
তুমি ব্রহ্ম তুমিই  আদি তুমিই আনন্দময় ।
তুমি জন্ম দাও তুমিই দাও মৃত্যু বিশ্বময় ।


তোমিই ভক্তি তুমিই শক্তি ,
তুমি অনাদি সৃষ্টি স্থিতি ,
তুমিই শান্তির আধার দাও মুক্তি ।


তুমি মোর শ্যামা শ্যাম ,
তুমি ত্রেতা যুগে রাম ,
তুমি রক্ষ স্বর্গ মর্ত্য পাতাল ত্রিধাম  ।


তুমি প্রভু কালাকাল তুমিই মহাকাল ,
সৃষ্টি  ধ্বংস কর তুমিই ত্রিকাল ,
তুমি আদি  তুমি অনন্ত তুমিই ভূপাল ।


তুমি ভব ভয় হর ,
তুমিই মহাদেব দিগম্বর ,
তুমিই হরি মৃত্যুভয় মোচন কর ।


তুমি আনন্দ তুমিই পরমানন্দ ,
তুমিই নিত্য  সুখ আনন্দ ,
তুমিই যুগে যুগে সচিদানন্দ ।


তুমি কৃষ্ণকালা তুমিই কালী ,
তুমি নিধুবনে বনমালী ,
আবার মা যশোদায় বিশ্বরূপ দেখাইলে ।


   *****************
সকাল - ১০ : ৫৫ মিনিট !
২৮ /০৫ / ২২ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !