হাসপাতাল ,ম্যাডিক্যাল কলেজ , সবই বন্ধ ,চিকিৎসাহীন ।চিকিৎসকদের কর্ম বিরতী ,
সব জায়গায় রোগীদের মিছিল,মৃত্যুর পরোয়ানা পৌঁছছে রোগীদের কাছে ।
চিকিৎসা ,ঔষধের অভাবে অনেকে মৃত্যুর মুখে ঢোলে পড়েছে ,
চিরতরে বিদায় নিচ্ছে আত্মীয় ,স্বজন ,পরিবার ,পৃথিবী থেকে ।
চারিদিকে  বুকফাটা আর্তনাদ ,হাহাকার ,বাড়ীর লোকের - "ডাক্তারবাবু বাঁচাও "
রোগ যন্ত্রনায় ছটফট করছে ,কেউ বলছে ছেলেকে ,কেউ বলছে মাকে, কেউ বলছে আমাকে
বাঁচাও ।
চিকিৎসকদের হেলদেল নেই ,তারা নির্দিধায় আন্দোলন চালিয়ে যাচ্ছে ,
তারা  কি হৃদয়হীন ,মানবতাবোধ নেই ,তারা কি কর্তব্য হীন পরাকাষ্ঠা !
আচ্ছা ! চিকিৎসকেরা নাকি জীবন দাতা ,তারা নাকি জীবন দান করে  ,
তারা নাকি ভগবানের তথা ঈশ্বরের প্রতিভু , ঈশ্বর তথা ভগবানের দূত ?
না সব ভুল -- সামান্য কারণে ,তুচ্ছ কান্ডে তারা তাদের কর্তব্য ভুলে গেল ?


তারা নাকি ডাক্তারী ট্রেনিং দেওয়ার পূর্বে অঙ্গীকার এবং  শপথ করেছিল -
তারা জ্ঞানতঃ রোগীদের চিকিৎসার জন্য চিকিৎসা চালিয়ে যাবে ।
রোগীর চিকিৎসার জন্য যাহাই ঘটুক,  কোন বাধ্যবাধকতা তারা মানবে না ,
রোগীদের যতক্ষন দেহে প্রাণ  থাকবে ততক্ষন  প্রাণপন চিকিৎসা চালিয়ে যাবে ।


কিন্তু হায়রে দেশ- সামান্য স্বার্থের জন্য তারা শপথ ,অঙ্গীকার ,সব ভুলে কর্ম বিরতী শুরু করল ।
মুমূর্ষু রোগীদের নিয়ে হাসপাতালে ,ম্যাডিক্যাল কলেজে ,এমন কি ডাকতারদের চেম্বারে ঘুরেও চিকিৎসা মেলেনি ,
অবশেষে মৃত্যুর করাল গ্রাসের হাত থেকে রক্ষা পেলনা ,ঢোলে পড়ল মৃত্যুর কোলে ।


ওহে  চিকিৎসকের দল -তোমরা কি অন্ধ !তুচ্ছ কারণ কে কেন্দ্র করে হৃদয় ,মানবতাকে বিসর্জন দিয়েছো ,ভুলে গেলে তোমার কর্তব্য ,অঙ্গীকার ?
তোমাদের কারণে আজ বৃহৎ ক্ষতি ,জীবন নাশ ,বাংলার দরজায় ,
চিকিৎসার অভাবে কতজনপ্রাণ হারালো ,তবুও তোমরা নির্বিকার রইবে পাষাণ প্রায় ?
ভুলে গেলে তোমাদের শপথ ,অঙ্গীকার ,মানবতাবোধ । তোমাদের বিবেকের কাছে তোমরা কি কৈফিয়ৎ দেবে এর ?
সর্বপরি চিকিৎসক দের কর্ম বিরতি আইন বিরুদ্ধ ।


*****************


সন্ধ্যা -৬: ০৭ মিনিট ,
১৪/০৬/২০১৯ শুক্রবার ।
কেরাণিটোলা =মেদিনীপুর ।