চৈত্রের চিতা ভস্ম উড়ায়ে এলো তেজদীপ্ত তপন ,
চারিদিক খাঁ খাঁ মরু যন অগ্নুৎপাত জীবের মরণ ।
চৈত্র মাসে তপ্ত তাপে  শিবের গাজন ,
বাহিরেতে বইছে লূ ভিতরে দহন ।
গরমেতে সদা সবে করে হাঁসফাঁস ,
উষ্ণ তাপ দগ্বে যেন বহিতেছে গরম বাতাস ।
রাস্তা ঘাট সুঙ্ সাঙ্ নাই জন প্রাণী ,
যানবাহন শূন্য পথে নিস্তব্ধ নগরখানি ।
চৈত্রের তপ্ত  দাহে তীব্র  তপ্ত দাহন ,
অঘটন ঘটবে কত তীব্র  গরমের কারণ।
রাস্তা ঘাট নিরজন নিঝুম নিস্তব্ধ চুপচাপ ,
দুই দিকদোকান পাটে আধা খোলা ঝাঁপ ।
নেই সেথা লোকজন মাছি উড়ে ভনভন ,
সেথা বসে মাছি তাড়ায় দোকানদার ক্লান্তমন ।
চৈত্রের চিতার অনলে অনর্গল দেশ জ্বলে  ,
নাই স্বস্তি নাই শান্তি চৈত্রের দহন অনলে ।


*************************
দুপুর - ২ : ২০ মিনিট !
২৪ /০৩ /২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !