শরতের মেঘ যেন পিঁজা তুলো
          নীলাকাশে ভেসে চলে পানসি গুলো  ।
কখনো মেঘ আর কখনো রোদ্দুর
          সাদা মেঘ ঢেউ যেন সাত সমুদ্দুর ।
তিরতিরে মিষ্টি হাওয়া রোদের পরে
           শরতে মেঘলা রোদ শীতল করে  ।
এক্ষুনি রোদ আর এক্ষুনি বৃষ্টি
             বিধাতার যেন এক অপরূপ সৃষ্টি ।
ভাদ্রে বিশ্বকর্মা আশ্বিনেতে পূজা
           সিংহপৃষ্ঠে সমারূঢ়া আসেন দশভূজা ।
ভাদরেতে ভাদু পৃজা আর তাল পিঠে
            নৈবিদ্য ফল মিষ্টান্ন খায় সবে চেটে ।
তালপিঠে পায়েস আর ক্ষেতে সবুজ ধান
            দীঘি পুকুর থৈ থৈ নদীতে ভরা বান ।
আশ্বিনেতে অম্বিকা পূজা উপোসী ঘরে ঘরে
            ফল ফুল অঞ্জলি দেয় নানা উপচারে ।
শরতে শারদীয়া পূজা আনন্দ অন্তরে
            নববস্ত্র যে যেমন পরিধান করে  ।
মন্দের ভালো আর ভালোর মন্দ
          এই নিয়ে কারো মনে নেই কোন দ্বন্দ্ব  ।
বিজয়াতে কোলাকুলি অন্তরের বিনিময়
               সবাই সবার মিত্র কেউ শত্রু নয়  ।


****************************
বিকাল - ৫ :৫০ মিনিট ।
২৫ / ০৭ / ২০২০ শনিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।