আমি সেই মেয়ে -
যার বিয়ের বয়েস হতে না হতেই বাপের বয়সি
পাত্রের গলায় মালা দিয়ে স্বামীর ঘরে এসেই ,
স্বামীর অঙ্কশায়িনী হয়ে একের পর এক সন্তানের
জন্ম দিতে দিতে রক্ত হীনতায় ভুগতে ভুগতে ,
নিজের পরিচর্য্যায় নিজেকে সুস্থ হতে হয় ।
আমি সেই মেয়ে -
যাকে সংসারের হেঁসেল ঠেলতে ঠেলতে
সন্তান লালন করে ,তাদের প্রতিষ্ঠিতের আশায় ,
গৃহস্থের পেছনে অক্লান্ত পরিশ্রম করে যেতে হয় ।
আমি সেই মেয়ে -
যে কর্তব্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ে ।
যার ইচ্ছা ,অনিচ্ছা,মতামত কোন থাকতে নেই ।
যার বার্দ্ধক্যে এসেও স্বাধীনতার কোন অবকাশ নেই ।
আমি সেই মেয়ে -
যার গর্ভে যত পুরুষের জন্ম ,সেই পুরুষের অধীনে
থেকে তার সেবা যত্ন করে ,শত কষ্টে জীবন কাটাতে হয় ।
যার ইচ্ছা প্রকাশ  করতে নেই ,যার ইচ্ছা ,অনিচ্ছার
মূল্য কেউ দেয় না ।পুরুষের ইচ্ছায় বেঁচে থাকতে হয় ।
পুরুষ ছাড়া সূর্যের মুখ দেখাও নিষেধ ।
আমি সেই মেয়ে -
যে আজ সূর্যের আলো দেখতে পেয়েছে ....
সেই মহামানবকে প্রনাম জানাই ,যিনি স্ত্রী শিক্ষার
আলো এনে মেয়েদের অন্ধকার থেকে আলোর পথে
এনেছেন ।


            ⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫⚫


সকাল -৬ : ৪০ মিনিট ।
২৭ /১২/২০১৯ শুক্রবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।