জগৎজোড়া করোনা করোনা মিলিয়ে গেছে হাসি ,
মথুরা ,বৃন্দাবন ,প্রয়াগ ,আর নয় ঘুরে আসি ।
ধর্ম রে ভাই অধর্ম  হয়ে ছড়ায় দিকে দিকে ,
আতঙ্কে দেব দেবীরাও দেখি মাক্স ঢাকে মুখে ।
মাক্স সরিয়ে দেশবাসী সব বলে হেঁচে কেশে ,
মন্দিরে ,মসজিদে,চার্চে,যাই না হাসপাতালে শেষে ।
মন্দির আর মসজিদ যদি এই সময় যাই ,
নিসন্দেহে মৃত্যুরে ভাই সন্দেহ আর  নাই ।
গোময় গোমূত্র ,চরনামৃত যতই খাও বারবার ,
কোয়ারিন্টেন আইসোলেশেনে যেতে হবে এবার ।
বারবার সাবান দিয়ে হাত যদি না ধুবে ,
অন্যথায় শরীরে সংক্রমন প্রবেশিবে ।
নাক,চোখ ,মুখে, হাত দিওনা ,না যেও ভীড়ের মাঝে ,
করোনা ভাইরাস থেকে তাহলে প্রাণ বাঁচে ।
ছড়িয়ে পড়ল সারা বিশ্বে করোনা সংক্রমন ,
করোনার থাবা আজ কাউকে না দেয় পরিত্রাণ ।
সব দেশেতে বসায় থাবা করোনা বজ্রমুঠি ,
বয়স্কদের মৃত্যু আসে যদি হয় সামান্য ত্রুটি ।


            **************
বেলা - ১১ : ৪৮ মিনিট ।
১৮ /০৩ /২০২০ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।