দোল দোল দোলুনী
দেবো বেঁধে বেনুনী ¡
দামাল মেয়ে দামিনী,
দাওয়ায় ভাজে বেগুনী ,¡


দশ দিকে  আঁধার হয় ,
দাপটে বৈশাখী বায় ¡
দক্ষিনা মেঘে ওই ,
দামিনী খেলিয়া যায় ¡


দিয়ে হামাগুড়ি ওই ,
দিদিমার কাছে যায় ¡
দুধ নিয়ে আসে মায় ,
দিলু দুধ নাহি খায় ¡


দানবীর  রাজা বলি ,
দান করে ত্রি -পাদ ভূমি ¡
দাম্ভিক বলি রাজা অতি ,
দেন নিজ মাথা ত্রি-পাদ ভূমি ¡


দিলদার অলস মতি বলে ,
দেনার দায়ে বিকাইলে ¡
দরিদ্র  অলস ছেলে সে ,
দৈন্যতাতে কিবা যায় আসে ¡


দৈ দিয়ে খৈ খায় ,
দফায় দফায় দামু রায় ¡
দোকান পাট সিকেয় তুলে ,
দিন আনে দিন খায় ¡


দাবদাহে দিন যায় ,
দিবারাত্রি দেহ পোড়ায় ¡
দপ্তর ছেড়ে এসে ,
দ্বারে দ্বারে ভীক্ষা চায় ¡


    ********
সন্ধ্যা-৬:১৫ মিনিট,
১৯ /০৪ /২০১৮ বৃহস্পতিবার ¡
ডেবরা ¡