তীব্র দহন দানে, তৃষায় জীবন হানে ,
ছিটে-ফোঁটা নেই মেঘ , দেহ ভরে অবসন্নে  !
নবঘন নীলাকাশে ,সাদা সাদা মেঘ ভাসে  ,
অশনি শংকেত ষেন ,বরিষন বুঝি আসে !
চাতক পাখীর ন্যায় , আকাশের আঙিনায় ,
একবিন্দু বারি তরে, ছাতি ফাটে তৃষ্ণায় !
আসিতেছে কালো মেঘ , স্তরে স্তরে ভাসি ,
পিঁজা তূলা যেন সব উড়ে রাশি রাশি !
দেওয়া ডাকে কড় কড় ,বিদ্যুৎ চমকায় ,
মেঘেদের সাথে যেন অশনি খেলে যায় !
হাঁস ফাঁস নগরীর ,স্বস্তির নিশ্বাস ,
উদ্ভ্রান্ত জীবনের বাঁচার প্রয়াস  !
উচ্ছ্বসিত কোলাহল স্তব্ধ হয়ে যায় ,
হতাশ জীবন জাগে বারির প্রত্যাশায় !
এবে বুঝি এই হয় , সে আশ পূরণ ,
জলভরা মেঘে বুঝি হবে বরিষণ !
রিম্ ঝিম্ বারি বরষে বুঝি ঐ ,
হৃদয় উল্লাসে নাচে তাথৈ তাথৈ !
দাব দহন জ্বালায়  জীবনের গতি নিশ্চল ,
মনে জাগে ,মরুবুকে বহে আনে জল !


             "<<<<>>>>>
২০.০৫ .২০১৬ ,শুক্রবার
বেলা - ১১:০০ ,কোলকাতা