ডম্বরু বাজে ভোলা নাচে তাথৈ-তাথৈ ,
ড্যা-ড্যা-ড্যাং বাজে কাড়া -নাগড়া ,নন্দি-ভৃঙ্গি নাচে ওই ¡
ডঙ্কা বাজায় শিব মুখে বো-ব্যোম-ব্যোম ,
ডিমি-ডিমি নাচে 'ভোলা' সত্যম্ -শিবম্ -সুন্দরম্ ¡
ডিম্বাকৃতি "ভূ"ঘোরে অহরহ ,
ডে-নাইট হয় তাতে নিত্য প্রত্যহ ¡
"ডন"ওই টানে দেখ ডন-বৈঠক ,
ডান হাত দিয়ে তোলে লৌহ দন্ডক ¡
ডাক দিয়ে যায় ওই ডাকহরকরা ,
ডুবুরি ডুবিয়া তোলে মুক্তো আকরা ¡
ডুমুর খাইলে পেট হয় পরিস্কার ,
ডাব খাইলে ঠান্ডা হয় যে লিভার ¡
ডিঙাইয়া এ্যারো -প্লেন যায় দেশ বিদেশ ,
ডিস্ক এ্যান্টেনা লাগাও ,জানবে সবিশেষ ¡
ডেঙ্গু জ্বর হবে খেলে মশার কামড় ,
ডর নেই ,মশারী টাঙাও ,হবেনা ডেঙ্গু জ্বর ¡
ডুব দিয়ে মাছ ধরে মাছরাঙা-বৌ ,
ডাকে জেলে ,জাল ফেলে ,গাঙের জলেই ¡
ডিঙ্গি বেয়ে চলে নেয়ে গাং পার হয় ,
ডোঙাতে সেচে জল ,বিলে জল পাওয়ায়


              **********
সন্ধ্যা-৭:১০ মিনিট
১২ /০৪ /২০১৮ বৃহস্পতিবার
                  ডেবরা