দনুজ দলনী দূর্গা এসেছেন ধরায় ,
দূর্গতি নাশিনী মা আসেন পুণরায় ¡
দেব দেবী সঙ্গে লয়ে আসিবেন মা পুন বঙ্গে ,
দানব দলনী মা অসুর বধেছেন কত রঙ্গে ¡


দাতা সিদ্ধি গনেশ সঙ্গে আর আসেন কার্ত্তিক ,
দেবী লক্ষ্মী,সরস্বতী আসেন ,আলোয় আলো চতুর্দিক ¡
দয়া মায়া হৃদি মধ্যে এলেন হৈমবতী ,
দেখিয়া মায়ের মেড় ,স্তব করেন ভারতী ¡


দেবতাগন পুষ্প বৃষ্টি করেন স্বর্গ হতে ,
দক্ষযজ্ঞ লন্ড ভন্ড হয় আচম্বিতে ¡
দুর্নাম মহেশের সতী সহিতে না পারে ,
দেহত্যাগ করেন সতী ,যজ্ঞ স্থান'পরে ¡


দেবাদিদেব মহাদেব পাইলেন দুঃসংবাদ ,
দেব শূলপানি তথায় হইলেন উপস্থিত ¡
দক্ষযজ্ঞ স্থল কম্পমান হইল আচম্বিতে ,
দক্ষালয়ে যক্ষ,রক্ষ ,ভূত ,প্রেত নৃত্য করে ক্রোধান্বিতে ¡


দক্ষালয়ে ছিল যত যজ্ঞের উপচার ,
দেয় অগ্নাহুতি সবে টান মেরে তাহায় ¡
দক্ষরাজার শির কেটে দেয় অগ্নাহুতি ,
দেখিয়া মেনকা রানী করেন শিবস্তুতি ¡


দেহ ভিক্ষা স্বামীর প্রাণ ,এই মোর প্রার্থনা ,
দ্বিজবর শান্ত ভব ,ইহাই কামনা ¡
দুহিতা মোর উমা সতী করে দেহত্যাগ ,
দেহ ফিরাইয়া তনয়া মোর ,ঘুচাও স্বামীর অপবাদ ¡


                   ***********
বেলা-১১:৫০ মিনিট ,
২১ /০৪ /২০১৮ শনিবার ¡
                    ডেবরা ¡