দয়া দাও ভক্তি দাও দাও গো সুমতি  ,
সবার হৃদয়ে দাও নিষ্ঠা প্রেম প্রীতি ।


মা তোর চরণ রাঙা জবাও রাঙা ,
রাঙায় রাঙায়  সকলেই রাঙা  ।


ওমা তোর রাঙা চরণের মায়ায় আমায় মজালি ,
আমার হৃদয় জবা ভক্তি চন্দন তোর পায়ে দিলাম অঞ্জলী ।


বেলপাতা রক্ত চন্দন আর জবাদলে
পুজি মা তোর ঐ রাঙা চরণ কমলে ।
ছাই ভষ্ম গায়ে মেখে শব সেজে শিব চরণ তলে ।


এলোকেশী মুন্ডমালী কি  কারণে উলঙ্গ কালী ,
শিবের  বুকে চরণ রেখে কী ভীষণা রূপ দেখালি ।
ওমা নেই কী তোর বসন ভূষণ কেন নাচিস তাথৈ নাচন ,
অনাবৃত  বেড়াস মা তুই নেই কী তোর লজ্জা শরম ?


কোটীবন্ধে নরকর কোটী  বেড়ি ,
বিশ্বেতোর কি জুটেনা কোন  শাড়ী ।
সদাশিব মহেশ সেই ভীক্ষারী ,
কোথায় পাবে তোর বসনের কড়ি ।


আয় মা হৃদি  মন্দিরে স্থাপি তোরে ভক্তি ভরে ,
আদর করে হৃদে রাখি আদরিনী শ্যামা মা তোরে   ।
  
     ××××××××××××××××××××××××
রাত্রি -- ৭ ৪৬ মিনিট ।
০৩ /১১ /২২ বৃহস্পতিবার ।
কোলকাতা ।