দিনের সূর্য পাটে গেলে , আবীর খেলা খেলে ,
সন্ধ্যে বেলা আঁচল গলে, ঠাকুর ঘরে প্রদীপখানি জ্বেলে ।
ধূপ ধূনোর গন্ধে ভরে ,শঙ্খ ধ্বনি শুনে ,
করজোড়ে মা বুঝি ঐ কাঁদিছে সঙ্গোপনে ।
সন্তানে মোর সুখে রেখো ,রেখো দুধে ভাতে ,
এই কামনা করি প্রভু সন্ধ্যে সকাল রাতে ।
সোনারে মোর রেখো সুখী ,রেখো নিরোগ করে ,
এই কামনা করি শুধু কায় , মনে ,অন্তরে ।
ভাল মন্দ সব কিছুতে ই থেকো সাথে সাথে ,
আশীর্বাদের পরশ খানি রেখো ওদের মাথে ।
মনের কথা মনেই শুধু ঘুরে ঘুরে মরে ,
মনের কথা কেবল প্রভু জানাই শুধু তোমারে ।
অনেক দোষ করবে 'হে নাথ 'চলতে জীবন পথে
তুমি প্রভু সারা জীবন থেকো ওদের সাথে সাথে ।
ভাঙা গড়ার জীবন পথে জয়ী যেন হয় ,
সাথে সাথে তুমি সদা থেকো দয়াময় ।
স্নানটি সেরে ,এলো চুলে ,আঁচল খানি গলে ,
ফুল ,তুলশী,চন্দনে ,চর্চিত 'গোপালের' চরন কমলে ।
নিজের জন্যে চায়না কিছূই ,নেই যে ভাবনা ,
পৃথিবীতে এতো দরদী কে আর হবে! সেযে স্নেহময়ী 'মা' ।
মায়ের মত কে আর বলো এই দুনিয়ায় আছে ,
মায়ের মত স্নেহ ,মমতা ,পাবে বা কার কাছে ?
সেযে আমার 'মা' আমার স্নেহময়ী 'মা' ,
মায়ের মত স্নেহমাখা ভালবাসতে কেউতো পারেনা ।


          ***************
বিকাল -৩:৩০ মিনিট ,
২১/০৩/২০১৯ বৃহস্পতিবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।


'