মায়ের মত এই দুনিয়ায় কেউ তো হবে না ,
সেযে আমার দুঃখ ভুলানো সুখ জাগানি মা ।
মায়ের মধুর হাসির মত কেউ তো হাসে না ,
এই ভূবনে মায়ের আমার হয়না তুলনা ।
দুঃখের রাতে রোগ শিয়রে জেগে থাকে মা ,
মায়ের মত দরদি আর কেউতো হবেনা ।
মা'র হাসি মুখ দেখলে সব দূঃখ দূরে যায় ,
মায়ের মুখের মিষ্টি কথায় যত কষ্ট ভুলি তায় ।
মায়ের মত দরদি আর এই ধরাতে নাই ,
মায়ের মতন আদর যতন কেউ করেনা ভাই ।
স্বার্থ ছাড়া ভালোবাসা কেউ তো দেবেনা ,
স্বার্থ ছাড়া ভালোবাসে সে যে শুধুই মা ।
মা''র ললাটের সিঁদুর নিয়ে ঊষার রবি ওঠে ,
মায়ের আলতা রাঙা চরণ ছুঁয়ে রাঙাকমল ফোটে ।
সে যে শুধুই মা,মায়ের আমার এই দুনিয়ায় হয়না তুলনা ,
ব্যাথা ভুলায় সুখ যে জাগায় সেযে আমার মা ।
মিষ্টি মুখের মিষ্টি হাসি ভুলায় এ প্রাণ মন ,
মাযে আমার সবার সেরা আমার এই ভূবন ।


  *********************
দুপুর - ১২ :২৩  মিনিট !
২৮ /১২ / ২১ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !