মনে করি মনে করি করিতে না পারি ,
কোথায় দেখেছি বাঁকা শ্যাম ত্রিভঙ্গ মুরারী ?
পুরুষ পুরুষোতম পুরুষাকার হরি ,
মনোমাঝে উদয় হওহে বঙ্কীম বিহারী ।
শ্রীরাধার প্রাণ পাখী নন্দের  নন্দন ,
বাঁকা ভঙ্গী ট্যারা আঁখী কৃষ্ণ কালো বরন  ।
তুমি ওগো নদের নিমাই যশোদার কানাই ,
তুমি ছাড়া ধরাধামে আরতো  গতি  নাই ।
তুমিই আল্লা,গড,যীশু ,মুসা ,শ্রীগৌরাঙ্গ হরি ,
তুমি বিনে জগৎসংসার কে করবে উদ্ধারি।
তুমি প্রভু দীননাথ পতিত পাবন পাতকী উদ্ধার ,
এই ঘোর ঘন দুরাবস্থার দিনে জগৎ রক্ষা কর ।
তুমি প্রভু গতি মুক্তি আল্লা খোদা দয়াল সত্যপীর ,
কে ত্বরাবে বল প্রভু কেইবা আর আছে ধর্মে স্থির ।
শঙ্খ , চক্র ,গদা ,পদ্মধারী তুমি যশোদার নন্দন ,
অশোক কাননে সীতা উদ্ধারিলে রাবণ করিয়া নিধন ।
সৃষ্টি রক্ষা তরে প্রভু যুগে যুগে অবতার হইলে নারয়ণ ,
তাই তুমি যুগে যুগে দশ অবতার রূপ করিলে ধারণ!


**************************
রাত্রি - ৯ :৫ মিনিট !
১৫ /০৩/২২ মঙ্গলবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !