প্রেমের পরশ দিয়ে লুকালে কোথায় ,
কোথায় দয়াল একবার দেখা দাও আমায় ।
তোমা ছাড়া জীবন মোর হলো মরুভূমি ,
আঁধার জীবন আলোময় কর প্রভু তুমি ।
তুমি প্রভু দয়াময় পরম পুরুষ হে মুরারী ,
আঁধারেতে আলো দেখাও ওহে গিরিধারী   ।
অঙ্গুলী হেলনে তোমার সূর্য চন্দ্র উদয় ,
কৃপাময়ের করুণা নীলাকাশে নক্ষত্র ভাসয় ।
সাগর হইতে বাষ্পপুঞ্জ উড়িয়া আকাশের গায়ে ,
মেঘ হয়ে বরিষে ওরা ভিন দেশে গিয়ে ।
বৃক্ষ লতা গুল্ম আদি তোমারই দান ,
পাহাড় নদী  সাগর বায়ু তাহারই প্রমান ।
কৃপার সাগর প্রভু তুমি দয়াময় ,
তোমার কৃপার  প্রভু তুলনা হয় ।
ত্বরিতে ত্বরাও প্রভু তুমি বিপদভঞ্জন হরি ,
বিপদতারণ তুমি ওগো শতত তোমায় স্মরি ।
তুমি মোর প্রাণ প্রিয় প্রাণের প্রেমময় ,
যুগে যুগে প্রেম দান ওহে দয়াময় ।


     ******************
দুপুর - ১২ :১৫ মিনিট !
১৯ /১২ /২১ বুধবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !