শারদ  সপ্তমী তিথি, প্রভাতের পুন্য লগ্নে ,
ঢাকের আওয়াজ তোলে ,নবপত্রিকার আগমনে !
মা আসছেন ,মা আসছেন  , তরণীর উপর চড়ে ,
ধরনীর 'পরে সবার হৃদয় উঠে আনন্দেতে ভরে !
কার্ত্তিক গনেশ সঙ্গে লয়ে আসিলেন পার্বতী ,
সঙ্গে আছেন লক্ষ্মী আর দেবী সরস্বতী  !
সিংহপৃষ্ঠে অধিষ্ঠিতা রয়েছেন ভগবতী ,
সঙ্গে গনেশ ,কার্ত্তিক আর লক্ষ্মী সরস্বতী !
মেড়োপরি মহাদেব  থাকেন মস্তকোপরে ,
মহিষাসুর বেরিয়ে এলো মহিষের পেট ফুঁড়ে !
সপ্তমীতে উমা এলো তিন দিনের তরে ,
ঢ্যাং কুড়াকুড় ,ঢ্যাং কুড়াকুড় ,আনন্দ না ধরে !


                ********
দুপূর -১:০৬ মিঃ ,কলকাতা ,
২৩ /০৯ /২০১৭ ,শনিবার   !