ওগো গিরিধর ,আরাধ্য দেবতা মোর
কিছুই নাই যে অর্ঘ্য ,ভক্তি ছাড়া আার !
নাই ধন ,নাই অর্থ ,সম্পদ ,আড়ম্বর ,
আছে নাম ,জপ ,ধ্যান,ভক্তি ,উপচার !
অপরাধ যদি  প্রভু  করি  শ্রীচরনে ,
ক্ষমিও ,ক্ষমিও প্রভু অধম সন্তানে !
নাহি জানি প্রভু , তোমায় কেমনে ডাকিব ,
ভক্তি চন্দন ,মন পুষ্প ,প্রাণ  তুলসী দেব !
কেমনে করিব পূজা , ষোড়শ প্রচার ,
কেবলি আছেগো মোর ভক্তি উপচার !
ওহে গিরিধারী ,প্রভু মোর ,তুমি অন্তর্যামী ,
ধরা 'পরে জন্ম নিলাম ,কিছুইতো করিনি !!
পাপি ,তাপি ,উদ্ধারিতে ,ধরাতে আসিলে ,
অধর্ম বিনাশ হেতু ধর্ম সংস্থাপিলে !
ওহে প্রিয়তম মোর ,প্রভু দয়াময় ,
বিশ্ব নিখিলে তব ,তুলনা না হয় !
গিরিধারীলাল তুমি , শ্রী কৃষ্ণ মুরারী ,
শ্রীরাধার প্রাণধন , মোহন বংশীধারী !
গোঠের রাখাল ওগো ,নন্দকিশোর ,
যশোদার গোপাল হরি ,মাখন -ননীচোর !
লীলাময় ,নীলমাধব ,লীলা বুঝা ভার ,
যমুনা উজান বয় ,পাতকী উদ্ধার !
গোপিনীদের মনচোরা ,পতিত পাবন ,
উদ্ধারিলে কালিদহে , কালিয়া দমন !
একমুখে শতলীলা বর্ণিতে নারি ,
যুগে যুগে আস তুমি পতিতে উদ্ধারি !
বৃন্দাবনে রাস কর , রামেশ্বর হরি ,
ব্রজবালাদের মন ,করেছিলে চুরি !
"রাধাকৃষ্ণ" মধূর নাম জপ নিষ্ঠা করি ,
ঐনাম নিয়ে মুখে মানব জনম উদ্ধারি !!


               *********


২৮.০৯ ২০১১ ,বুধবার
বসন্তপুর !