এ দেহ পিঞ্জিরার মাঝে কোন সে পাখী আসে যায় ,
ধরতে পারলে মন শিকল বাঁধিতাম পাখীর পায় ।


পাখী আসে কিসের আশে ,ঘুন ধরে যে কাঁচা বাঁশে
ঘুন ধরিলে কাঁচা বাঁশে , ওমনি  খাঁচা যায় যে খসে ।


যতই পোষ পিঞ্জিরার পাখী আর  থাকে না তায়  ,
খাঁচা খসে গেলে পরে , ওমনি পাখী উড়িয়া পলায় ।


অধরা সে অচিন পাখী ধরা নাহি যায় ,
অচেনা সে পিঞ্জিরার পাখী কোথায় উড়িয়া যায় ।


যদি পাইতাম সে পাখীরে মনবেড়ী পরাইতাম তারে  ,
বান্ধিতাম তারে হৃদমাঝারে পলাইতে দিতাম না উড়ে  ।


যতই ভালবেসে আদর করে ,তারে মনের মতো যতন করে ,
পাখী পোষ মানেনা ,বাধা শোনেনা ,কখন সেযে পলায় উড়ে  ।


অধরা সে খাঁচা  ছেড়ে , পলায় সেযে কখন উড়ে  ,
তার আসা যাওয়া যায় না দেখা ,মনের গভীরে  ।


         🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
             🌼🌼🌼🌼🌼🌼
                 🌹🌹🌹🌹
                     🌺🌺
                        🎂


বেলা _১০:৪৫ মিনিট ,
২৭ /১১/২০১৭ সোমবার ।
ডেবরা  ।