চালাকিতে  মহৎ কার্য্য হয়না কখনো ,
সাময়িক উত্থান হয় তারপরই পতনো ।


অগ্র পশ্চাৎ না ভাবিয়া  কার্য্য করে যেই ,
মূর্খেরো অধম সে এই  ভূ-ভারতেই ।


নিজেকে সে খুব চালাক মনে মনে ভাবে ,
তাহার  মত চালাক আর কেউ নাই এই ভবে ।


অতি বুদ্ধির গলায় দড়ি মরে ক্ষনে ক্ষনে
পরে হারায় সবকূল আপন বুদ্ধি গুনে ।


ছল চাতুরীতে মহৎ কার্য্য সিদ্ধ নাহি হয় ,
মহৎ কার্য্য করতে গেলে মহৎ  হতে হয় ।


ধাপ্পা দিয়ে মিথ্যা কয়ে রোজগার যে করে ,
তৃণ সম সবার ঘৃনা ও কূনজরে পড়ে ।


ভাল চোখে ভাল মনে কেহই তাহারে নাহি লয় ,
তাহার মত পাপাচারী মিথ্যাচারী বিশ্বাসী নাহি হয় ।


তসর পোকা জ্বাল বুনে নিজের জ্বালেই পড়ে ,
দেড় চালাকেরা পরের জন্যে গর্ত খুঁড়ে সেই গর্তেই পড়ে ।


চালাকি দ্বারা মহৎ কার্য্য হয়না কোনদিনই ,
"অতি চালাকের গলায় দড়ি "আছে প্রবাদ প্রবচনই ।
       🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵🌵
বেলা -১:৩৬ মিনিট
২৪/০৭/২০১৯ বুধবার ।
কেরাণিটোলা = মেদিনীপুর ।