ধনুকধারী রাম দশরথ নন্দন ,
ধার্মিক অবতার তিনি জগৎ বন্দন ¡
ধূলি খেলা করে রাম থমকি থমকি হাঁটে ,
ধরিয়া মায়ের আঁচল ,মা বলিয়া ডাকে ,


ধর্মরাজ্য অযোধ্যায় করিলে স্থাপন ,
ধন্য ধন্য তুমি রাম প্রজানুরঞ্জন ¡
ধাইয়া আসেন কৌশল্যা তনয়ের দিকে ,
ধরিলেন শ্রীরামেরে জড়াইয়া বুকে ¡


ধূলি 'পরে খেলে রাম ধূলি মাখে গায় ,
ধ্যান জ্ঞান মা কৌশল্যা ,আসিলেন তথায় ¡
ধিক্ ধিক্ প্রাণাধিক্ জীবন নন্দন ,
ধরিয়া গর্ভে তোরে ,ধন্য মোর জীবন ¡


ধনবান ,বিত্তশালী ,রাবণ দূর্মতি ,
ধৃষ্ট রাবণ ধরিলে সীতা হস্ত ,ভন্ড ভিক্ষারী অতি ।
ধরিয়া লইয়া গেল সীতা ,অশোক কাননে ,
ধরিতা মাতা সীতা ,রাক্ষসীদের সনে ¡


ধৈর্য্যশীল রামচন্দ্র প্রজানুরঞ্জন ,
ধীরমতি সীতা দেবী দেন বিসর্জন ¡
ধরনী মাতা ইহা বুঝি সহিতে না পারে ,
ধরিলেন কোলে তারে ,ধরেন অকাতরে ¡


             ***********
বেলা - ১১:০০টা ,
২২ /০৪ /২০১৮ রবিবার ,
            ডেবরা ¡