সত্যম বদঃ ধর্মাংশ্চরঃ ,
সত্য কথা বল ধর্ম আচরণ কর ।
ধর্ম কোন নিয়ম নয় কোন পুস্তক নয় ,
সৎ পথে থাকা সত্য কথা বলাই ধর্ম হয় ।
সৎ মনোভাব সৎ লক্ষ্য সৎ আচরণ ,
এই নিয়েই হয় ধর্মের পথ প্রদর্শন  ।
জীবের সেবা অন্নহীনে অন্নদান  ,
তৃষ্ণাতুরে জলদান এই তো ধর্ম  মহান ।


কর্মই হয় ধর্ম কর্মছাড়া নয়কো ধর্ম ,
মানুষের সেবাই হয় মহান ধর্ম  ।
এই  কর্মময় জগতে মানব জাতির সেবা ,
দেশ ও দশের সেবাকরাই আর্তের সেবা ।
যে ধর্মে আত্ম পরিতৃপ্ত তার নামই কর্ম ,
শিব জ্ঞানে  জীব সেবাই হয় পরম ধর্ম ।
রৌদ্রে পুড়ে জলে ভিজে করছে যারা চাষ  ,
মাথার ঘাম পায়ে ফেলে খাটছে বারোমাস ।
যথা আর্তের সেবায় সমাজসেবী সর্বদাই মগ্ন ,
সেথায় ঈশ্বর সদয় থাকেন তারে কয়  ধর্ম ।
ধর্ম কোন লোক দেখানো নয়কো প্রদর্শন ,
গীতার বানী দুর্বলেরে রক্ষা জীবন পন ।
যথা ধর্ম তথা জয় কর্ম ছাড়া ধর্ম নয়  ,
কর্মই ধর্ম গীতার বানী গীতার অর্থ ত্যাগ হয় ।
  
************************
বিকাল - ৪ :৩৭ মিনিট !
২৬ /০৩ / ২২ শনিবার !
রবীন্দ্রনগর = মেদিনীপুর !